একদিন ব্যাপী ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হলো শিলিগুড়ির ৩১ নম্বর ওয়ার্ডে
শিলিগুড়ি : শিলিগুড়ির ৩১ নম্বর ওয়ার্ডে, একদিন ব্যাপী অনুষ্ঠিত হলো ব্লাড ডোনেশন ক্যাম্প। দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ এই ক্যাম্পের উদ্বোধন করলেন। প্রায় ৫৯ জন রক্তদাতা এদিন রক্তদান করলেন। এই ব্লাড ডোনেশন ক্যাম্পে উপস্থিত ছিলেন ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, এবং ওয়ার্ডে পুরুষ এবং মহিলা কর্মীরা।
এদিন জেলা সভাপতি জানান রক্তের প্রয়োজন সারা বছরই থাকে। আমাদের দরকার রক্ত, আর এই ধরনের ক্যাম্পের মাধ্যমে রক্ত যোগাড় করা যায়। ৩৬৫ দিন মানুষের রক্তের প্রয়োজন হতে পারে, সকাল থেকে রাত রক্ত এমনি এক জিনিস যার সমতুল্য কিছুই নেই। তাই আমাদের সবাইকে এই ধরনের ক্যাম্পের ব্যবস্থা করতে হবে বছরে ১ বার হলেও। রক্তদান মানে জীবন দান, আজকে আমি সব রক্তদাতা কে এখানে অভিনন্দিত করলাম কারণ তারা সমাজে একটা , বিশেষ সামাজিক কর্তব্য পালন করলেন। তাই সবাইকে আমি নিজে আহ্বান করছি ,সবাই একসাথে মিলিত হয়ে রক্তদান শিবিরের আয়োজন করুন, তাতে প্রচুর মানুষ উপকৃত হবেন বলেও এদিন জানান জেলা সভাপতি পাপিয়া ঘোষ।