একেই বলে বোধ হয় বিধায়ক, দিনে রাতে সর্বদা দুঃস্থদের পাশে থাকেন শঙ্কর ঘোষ
শিলিগুড়ি : তিনি শিলিগুড়ির বিধায়ক, তা বলে কিন্তু তিনি কখনো পিছিয়ে থাকেননি মানুষের কাজ করবার থেকে, তার প্রমাণ তিনি দিয়েছেন গত কয়েকদিন ধরেই । সেই বিধায়কের নাম শঙ্কর ঘোষ, দিনে রাতে দুস্থদের পাশে এই চরম শীতে যখন লেপের নিচেই চলে যাচ্ছে, সেই সময় তিনি বাইরে ঘুরছেন, কোথায় কে শুয়ে আছে, কোথায় কার রাতের খাবারটা জোটেনি, কার এই ঠান্ডায় ওষুধ লাগবে সবকিছু। একাই ঘুরছেন, নিজে জানিয়েছেন দায়িত্ব যখন নিয়েছি পালন করব আমি একাই। এই অসহায় মানুষগুলো একেবারেই অসহায়, ওদেরও তো ভালো পোশাক করতে ইচ্ছা করে, ভালো খেতে ইচ্ছা করে, অসুস্থ হলে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ পেতে চায় সবকিছুই। আমি ওদের পাশে দাঁড়াচ্ছি, এবং দাঁড়াবো। গত কয়েকদিন ধরে প্রায় গোটা শহর শিলিগুড়ি আমি প্রায় চষে ফেলেছি, মানুষের দুঃখ বুঝতে পেরেছি, এবং তা যতটা সম্ভব পারা যায় সমাধানের চেষ্টা করছি। এতে আমার কোন কৃতিত্ব নেই, এই দুস্থ মানুষগুলো রাতে কি অবস্থায় থাকে সেটা তো আমি বুঝি, তাই একটু হলে হয়তো ওদের পাশে থাকতে আমার ভালো লাগে।
এদিকে শীতের রাতে বিধায়ক শপিং মল গুলির বারান্দাগুলো ঘুরে ঘুরে দেখছেন, কে কোথায় শুয়ে আছে কে কোথায় বসে আছে, বড় বড় বিল্ডিং এর বারান্দাগুলো দেখছেন। তিনি নিজেই জানালেন আমি মনে করি এটা এমন কিছু বড় না এটা আমার করা উচিত। কে করল কে করল না এর মধ্যে আমি নেই, আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করছি মাত্র। মানুষ আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছেন, হয়তো কিছুটা হলেও আমি তাদের জন্য কাজ করব, এমনটাই জানালেন বিধায়ক শংকর ঘোষ।