একের পর এক দোকানে হানা, শহর শিলিগুড়িতে চরম আতঙ্ক ছড়ালো মিষ্টিকে নিয়ে
শিলিগুড়ি : একের পর এক মিষ্টির দোকানে হানা দেওয়াকে কেন্দ্র করে শিলিগুড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়লো মানুষের মধ্য। তাদের অনেকেই বারবার বলছেন মিষ্টি বাঙালির অন্যতম সেরা খাদ্য, বিভিন্ন পুজোয় বিভিন্ন অনুষ্ঠানে মিষ্টি নিতান্তই প্রয়োজন। আর সেখানে যা দেখতে পাচ্ছি একেবারেই ভক্তি কমে গেছে মিষ্টি র উপর। যেভাবে রাখা হয় মিষ্টি সত্যিই আতঙ্ক লাগে দেখে, এই মিষ্টি আমরা খাচ্ছি। যারা মিষ্টি বানান তাদের মনেও একটা বিবেকবোধ থাকা উচিত, এটা বিক্রি করে আমরা লোকের কাছ থেকে টাকা নিচ্ছি, অন্তত ন্যূনতম যত্ন রাখা উচিত। এত বড় বড় দোকান, অথচ সংরক্ষণের ন্যূনতম ব্যবস্থা নাই। মানুষ খেয়ে যদি আতঙ্কিতই হয়ে পড়েন, তবে সেই মিষ্টি খেয়ে কি লাভ? মানুষজন এও জানান মূলত, শিলিগুড়ি শহরের অন্যতম জনপ্রিয় খাবার হল এই মিষ্টি। ৮ থেকে ৮০ সবাই মিষ্টি পছন্দ করেন। যেভাবে দেখানো হচ্ছে , সেখানে কিভাবে আমরা মিষ্টি কিনতে যাব?

এদিকে শিলিগুড়ির এক প্রবীণ স্থানীয় মানুষ জানান শহর শিলিগুড়িতে গত এক মাসে অস্বাভাবিক ভাবে কমে গেছে মিষ্টি বিক্রি, বিতর্ক উঠে এসে এসেছে অনেকগুলি দোকানকে নিয়ে। পুজোতে তো মিষ্টি লাগবেই, তখন কি করবো আমরা? দোকানগুলো তো সত্যি কথা বলবে না, ঠাকুরকে কি মিষ্টি খাওয়াচ্ছি আমরা? ছোট ছোট ছেলে মেয়েরাও বা কিভাবে এই মিষ্টি খাবে? যতদিন না পর্যন্ত প্রশাসন এই মিষ্টি বিক্রি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যতদিন পর্যন্ত কিন্তু অনিশ্চিত একটা থেকেই যাবে। তিনি আরো জানান, মানুষ খাবার জিনিস নিয়ে নিজের চোখে যেটা দেখলো এরপরে আর কোন কিছু বলার নেই। সত্যিই কিছু বলার নেই।