একের পর এক শিশু হাসপাতালে ভর্তি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে , কলকাতা থেকে মালদহ ছড়াচ্ছে সর্বত্র

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বর্ষাকালে এমনিই ডেঙ্গি, ম্যালেরিয়া সহ একাধিক রোগের প্রকোপ বাড়ে। সম্প্রতি, উত্তরবঙ্গ থেকে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর খবরও প্রকাশ্যে এসেছে। এরই মধ্যে আবার রাজ্যে বাড়-বাড়ন্ত বার্ড ফ্লুর। ন’দিনের ব্যবধানে ছয় শিশু বার্ড ফ্লু পজেটিভ বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর। আক্রান্তেরা মালদহ, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। আক্রান্তের তালিকায় কলকাতার এন্টালি, হালতুর দুই শিশুও রয়েছে। তাদের মধ্যে একজন আইসিইউ-তে(ICU) ভর্তি। পার্ক-সার্কাসের শিশু হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

এর আগে ফেব্রুয়ারি মাসে বার্ড ফ্লু আক্রান্তের খবর প্রকাশ্যে এসেছিল। এরপর জুলাই মাসেও আক্রান্তের খবর সামনে আসে। ঘটনার ন’দিনের মাথায় আবারও শিশুদের বার্ড ফ্লু আক্রান্তের খবর মিলছে। যা কার্যত ভাবাচ্ছে চিকিৎসকদের। কারণ, এই সকল শিশুরা কোনও একটি এলাকার বাসিন্দা নয়। এদের কারও বাড়ি মালদহ, কারও ২৪ পরগনা কারও হাওড়া। শুধু তাই নয়, এই পরিসংখ্যানটি একটি হাসপাতালের। অন্যান্য হাসপাতালে আদৌ কোনও শিশু ভর্তি রয়েছে কি না সেই পরিসংখ্যান স্বাস্থ্য দফতরের তরফে এখনও স্পষ্ট করে জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *