এক অভিনব উপায় রক্তদাতাদের গাছের চারা বিতরণ করা হলো শিলিগুড়িতে
শিলিগুড়ি : শিলিগুড়িতে রক্তদান শিবিরে রক্তদাতাদের গাছের চারা বিতরণ করলেন উদ্যোক্তারা। সাথে ডিম কলা কেক তো থাকলোই। কিন্তু গাছের চারা কেন? উদ্যোক্তারা জানালেন চারিদিকে যখন গাছ কেটে ফেলা হচ্ছে, তখন আমরা চেষ্টা করছি গাছ লাগানোর, পৃথিবীতে সুষ্ঠ ও শুভ বুদ্ধিপূর্ণ মানুষের চিন্তা থাকা উচিত গাছ লাগানোর ব্যাপারে। এদিন এখানে মোট ৭৮ জন রক্তদাতা রক্ত দান করলেন, তাদের প্রত্যেকের হাতে ৭৮ টি গাছের চারা তুলে দেওয়া হল। শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডে এই উদ্যোগ নিয়েছিলেন কাউন্সিলর শ্রাবণী দত্ত।
এদিন তিনি জানান এই গরমে একমাত্র গাছই আমাদের ভারসাম্য রক্ষা করতে পারবে, তাই আমাদের প্রত্যেককে গাছ লাগানো উচিত। আজকে এই ৭৮ জন রক্তদাতা যদি ৭৮ থেকে গাছের চারা লাগায়, এবং আরো ৭৮ জনকে বলে তবে আমরা অনেকটা এগোতে পারবো। এইভাবে মুখে মুখে যদি প্রচার হয়, তবে আমাদের এই শহর শিলিগুড়ি সবুজের ছায়া ভরে যাবে। বর্তমানে গরম বাড়ছে বেড়ে চলেছে আদ্রতা তাই এই গরম এবং আদ্রতার সাথে লড়াই করতে পারে একমাত্র গাছ, তাই আমরা গাছ লাগাচ্ছি এবং গাছ লাগানোর উদ্যোগ নিচ্ছি। এই অভিনব চিন্তা যখন মাথায় এসেছে , তখন আমাদের উচিত সারা শিলিগুড়িতে গাছ লাগানোর চিন্তা ভাবনা করা। শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হচ্ছে , যদি সম্ভব হয় আপনারা সবাই গাছ লাগান। এমনটাই জানালেন কাউন্সিলর শ্রাবণী দত্ত।