আসানসোল শিল্পাঞ্চলে রয়েছে পর্যাপ্ত অক্সিজেন , অকাল সিলিন্ডারের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কোনও রকমে পার করা গিয়েছিল করোনার প্রথম ঢেউ৷ কিন্তু দেশবাসী একরকম নাজেহাল করোনার দ্বিতীয় ঢেউয়ে ৷ কিন্তু কেউই ভাবতে পারেননি পরিস্থিতি এতটা ভয়াবহ হবে৷ এবারে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে অক্সিজেনের আকাল। দেশবাসীকে চমকে দিয়েছে এমনকি দিল্লিতে অক্সিজেনের অভাবে মৃত্যুর ঘটনা। একইভাবে অক্সিজেনের আকাল দেখা দিয়েছে এমনকি গোটা দেশেই। ভারতকে অক্সিজেন কনসেনট্রেটর দিয়ে সাহায্যের আশ্বাসও দেওয়া হয় ইউরোপিয়ন ইউনিয়ন-সহ ফ্রান্স, জার্মানির মতো দেশগুলির তরফ থেকে৷

কিন্তু এই পরিস্থিতিতে এক অন্য ছবি আসানসোল শিল্পাঞ্চলে। পর্যাপ্ত পরিমানে অক্সিজেন রয়েছে আসানসোলে। তবে অভাবও রয়েছে ৷ তা হল অক্সিজেন সিলিন্ডারের। এই অবস্থায় আবার কালোবাজারি শুরু হয়েছে অক্সিজেন সিলিন্ডার ও ভালভের। তাই রোগীর কাছে পৌঁছানো যাচ্ছে না পর্যাপ্ত অক্সিজেন থাকলেও। শিল্পাঞ্চলে অক্সিজেনের ভাণ্ডার বলতে একমাত্র ইসকো কারখানা এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্টই (Durgapur Steel Plant)৷ এই দু’টি কারখানা থেকে দেশের বিভিন্ন রাজ্যে অক্সিজেন পাঠানো হয়েছে অক্সিজেনের আকালের সময়। এছাড়াও বেসরকারি অক্সিজেন প্ল্যান্ট রয়েছে পানাগড়, জামুড়িয়া, রূপনারায়ণপুর-সহ একাধিক স্থানে৷ অর্থাৎ শিল্পাঞ্চলে রয়েছে পর্যাপ্ত অক্সিজেন৷

এখানেই প্রশ্ন, তা সত্ত্বেও এত হা-হুতাশ কেন ? উত্তর,একটাই সিলিন্ডার নেই। আসানসোল শিল্পাঞ্চলে রয়েছে বেশির ভাগই শিল্পে ব্যবহার করার বি-টাইপ সিলিন্ডার । কাজ চালানো হচ্ছিল তা দিয়েই। অর্থাৎ কারখানায় অক্সিজেন সরবরাহ বন্ধ করে তা পাঠান হচ্ছিল করোনা রোগীদের জন্য। কিন্তু সেটাও পর্যাপ্ত হয়ে উঠছে না করোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *