এক অস্থায়ী কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে ব্যাপক হইচই কান্ড উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, অবশেষে ঘেরাও হল সুপার
নিজস্ব সংবাদদাতা: এক অস্থায়ী কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল । সকাল থেকেই কর্মবিরতি রেখে কর্মী বিক্ষোভের জেরে রোগী পরিষেবা কার্যত অচল হয়ে পড়েছে। অন্তর্বিভাগের পাশাপাশি বহির্বিভাগেও রোগী পরিষেবা ভেঙ্গে পড়েছে। দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার রোগী দিনভর হয়রানির শিকার হচ্ছেন। বেলা ১১ টাতেও অধিকাংশ বহির্বিভাগের তালা খোলেনি। বন্ধ সেন্ট্রাল ল্যাব সহ অন্য পরিষেবাও। এদিন দুপুরে আন্দোলনকারীরা হাসপাতাল সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। গোটা ঘটনায় উত্তপ্ত মেডিকেল কলেজ চত্বর।
প্রসঙ্গত উল্লেখ্য, দুদিন আগে মেডিকেল তালা ভেঙে বেশ কিছু সামগ্রী চুরির অভিযোগ করেছিলেন হাসপাতাল সুপার। তার ভিত্তিতেই পুলিশ একজন অস্থায়ী কর্মীকে গ্রেপ্তার করে। তারই প্রতিবাদে বুধবার থেকে লাগাতার কর্মবিরতিতে নেমেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অস্থায়ী কর্মীরা।বড়দিন উপলক্ষ্যে বুধবার সরকারি ছুটি থাকায় বহির্বিভাগ বন্ধ ছিল। কিন্তু এই কর্মবিরতির জেরে বিভিন্ন অন্তর্বিভাগে পরিষেবা বিঘ্নিত হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই অস্থায়ী কর্মীকে চুরির মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশ গ্রেপ্তার করেছে। ওই কর্মীর মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে বিজয় মল্লিক নামে অস্থায়ী কর্মী জানিয়েছেন। অন্যদিকে, হাসপাতাল সুপার ডাঃ সঞ্জয় মল্লিক বলছেন, ‘মেডিকেল বর্জ্য জমা করার ভ্যাটের তালা ভেঙে চুরি হয়েছে। সেই ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এখানে আমার কিছু করার নেই। এভাবে চললে তো সবাইকেই ছেড়ে দিতে হবে। কোনও চুরি, ডাকাতি হলেও আর ব্যবস্থা নেওয়া যাবে না।’ আবার পুলিশ জানিয়েছে, মেডিকেল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ করা হয়েছে।