এক নজরে আজকের খবর এক নজরে আজকের খবর
১।কলকাতা হাইকোর্টের বিচারপতির এজলাস বয়কট করলো সরকারি আইনজীবরা , ‘কিছু যায় আসে না’ মন্তব্য বিচারপতির সমাপ্তি চট্টোপাধ্যায়ের।
২। বেআইনি আর্থিক প্রতিষ্ঠান চক্র গ্রুপ এর অফিস এ দিনভর তল্লাশি অভিযান চালালো সি বি আই।
৩।বনগাঁ নিয়ে কড়া অবস্থান নিলো বিচারপতি, তুঙ্গে পৌছালো তৃণমূল-বিজেপি চাপানউতোর।
৪।কাটমানি ফেরানোর দাবিতে পোস্টার পড়লো ব্যারাকপুর ও ক্ষীরপাই এলাকায়।
৫।মঙ্গলবার গঙ্গারামপুর পুরসভায় হচ্ছে না আস্থাভোট, ৫ অগাস্ট আস্থাভোটের নির্দেশ দিল আদালত।
৬।ফেসবুকে বার্তা পেয়ে আত্মহত্যার চেষ্টা রুখল লালবাজারের সাইবার সেল।
৭।সংস্কারের কাজের জন্য গতকাল রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকতে চলেছে বাঘাযতীন উড়ালপুলের যান চলাচল।
৮। আগুন লাগলো কাশীপুর রোডে প্লাস্টিকের কারখানায় , দমকলের আগুন নিয়ন্ত্রণে আসলো পাঁচটি ইঞ্জিনের চেষ্টায়।
৯।২১শে জুলাইয়ের সমাবেশে গরহাজির থাকায় হাওড়ার চন্দ্রপুর গ্রামের বাসিন্দাদের হুমকি দেওয়ার অভিযোগ উঠলো রাজ্যের শাসক দলের বিরুদ্ধে।
১০.নাকা চেকিংয়ের মুখে পড়লো বেপরোয়া বাইক, পালাতে গিয়ে ঘটে গেলো দুর্ঘটনা।