এক নজরে আজকের খবর
১।বড়সড় ফাটল ধরা পড়লো উল্টোডাঙা ফ্লাইওভারে বন্ধ করে দেওয়া হলো
যানবাহন চলাচল।
২।রামপুরহাটে বেআইনি গুদাম থেকে উদ্ধার হলো প্রায় বারশ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, ১ হাজার ডেটোনেটর।
৩।বাংলাদেশে পাচার হওয়ার আগেই বীরভূমের ইলামবাজার থেকে উদ্ধার ২৫টি গরু, গ্রেফতার হলো তিন পাচারকারী।
৪।নির্বাচনী তহবিলের ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠলো দলের একাংশের বিরুদ্ধে , অভিযোগ অস্বীকার বিজেপি নেতা সায়ন্তন বসুর।
৫। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে আলুতে লাগানো হচ্ছে বিষাক্ত রং! ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলো রাজ্য সরকার।
৬।শিলিগুড়ি থেকে আলিপুর চিড়িয়াখানায় আনা হল দু’টি চিতাবাঘ।
৭।সরকারি ইতিহাস বইয়ে ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকীদের সন্ত্রাসবাদী হিসেবে উল্লেখ!
ভুল স্বীকার করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
৮।আগামী ৪ দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, সমুদ্র উত্তাল থাকায় আছড়ে পড়তে পারে ৪ মিটার উঁচু ঢেউ, মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হলো সমুদ্রে।
৯।কাটমানি নিয়ে অন্ডাল বিমানবন্দরে অস্থায়ী কর্মী নিয়োগের অভিযোগ উঠলো তৃমমূলের উপপ্রধানের বিরুদ্ধে।
১০।দুর্নীতি ঠেকাতে পঞ্চায়েতে অডিটের সিদ্ধান্ত নিলো নবান্ন।