২০২২ সালের মধ্যেই ভারতের প্রথম জলের তলায় মেট্রো ছুটতে চলেছে শহর কলকাতায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কলকাতা মেট্রো রেল কর্পোরেশন আশা প্রকাশ করেছে তাদের ইস্ট -ওয়েস্ট প্রকল্পটি বেশ কয়েক বছর বিলম্ব করার পর খরচের পরিমাণ বাড়িয়ে ২০২২ সালের মার্চ মাসের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করতে পারবে বলে। এই প্রকল্প রূপায়ণ করা হচ্ছে কলকাতা শহরের নিকটবর্তী হুগলি নদীর নীচ দিয়ে। কেএমআরসি-র ব্যবস্থাপনা পরিচালক মানস সরকার বলেছেন, মেট্রোরেল কর্তৃপক্ষ অপেক্ষায় রয়েছে ‘পরের দুই বছর ধরে ভারতীয় রেলওয়ে বোর্ডের কাছ থেকে ২০০ মিলিয়ন ভারতীয় মুদ্রা (২.৮ মিলিয়ন ডলার) পাওয়ার জন্য। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা রাজি হয়েছে ভারতীয় মুদ্রায় ৪১.৬ বিলিয়ন টাকা, প্রকল্পের ৪৮.৫% অর্থ সাহায্য করতেও।’ভারতের প্রাচীনতম মেট্রো, যা শুরু হয়েছিল ১৯৮৪ সালে উত্তর-দক্ষিণ পরিষেবা দিয়েই। ইস্ট -ওয়েস্ট মেট্রো প্রকল্পটি সম্প্রসারিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২০১৪ সালের মধ্যেই । তবে সে সময় পরিকল্পিত রুটে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছিল মেট্রো কতৃপক্ষকে। এই বিষয়গুলির কারণেই মোটপ্রকল্পের খরচ প্রায় ১৪ কিলোমিটারের জন্য ৪৯ বিলিয়ন টাকা, প্রায় ৮৬ বিলিয়ন টাকাতে এসে দাঁড়িয়েছে ১৭ কিলোমিটারের জন্য।কলকাতায় তাঁর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মানস সরকার আরও বলেন, ‘মোট পরিবহণ চাহিদার প্রায় ৪০% মোকাবিলা করা হবে এই দুটি মেট্রো পরিষেবা দিয়েই।এটি অনেকটাই স্বস্তি দেবে পরিবেশ দূষণের থেকে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *