এক নজরে আজকের খবর
১।চরম অচলাবস্থা মেদিনীপুর আদালতে , এখনো অব্যাহত আইনজীবীদের বিক্ষোভ।
২।রথের মেলা ঘিরে অশান্তি নাগেরবাজারে, বিজেপির ২ কর্মীর ওপর হামলার অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে।
৩। রোগীর অস্বাভাবিক মৃত্যু হলো বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে।
৪।ধসের জেরে বন্ধ হয়ে গেলো ১০ নম্বর জাতীয় সড়ক , বিচ্ছিন্ন হয়ে গেলো সিকিমের সঙ্গে শিলিগুড়ি যোগাযোগ।
৫। ফের শ্যুটআউট জগদ্দলে, একজনের মৃত্যু হলো ব্যারাকপুরের হাসপাতালে।
৬।কসবার কলেজের শৌচাগার থেকে উদ্ধার সদ্যোজাতের দেহ, তদন্তে নামলো পুলিশ।
৭। বই প্রকাশিত হল অভিনেতা দেবশঙ্কর হালদারের জীবন নিয়ে।
৮।অনাস্থা প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলো সব্যসাচী দত্ত, সবটাই করা হয়েছে আইন মেনে, পাল্টা দাবি তুললো তৃণমূল।
৯।‘জল বাঁচাও দিবসে’ সচেতনতা বাড়াতে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
১০।শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে পেনসিলে নম্বর, পেনে সই!অভিযোগ উঠলো চাঞ্চল্যকর দুর্নীতির ,খবর নেব, প্রশ্নের মুখে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।