এক নজরে আজকের খবর
১।মেট্রোয় যাত্রী মৃত্যুর ঘটনায় আজ থেকে শুরু হতে চলেছে সর্বোচ্চ পর্যায়ের তদন্ত।
২।মালদায় গঙ্গায় গরু পাচারের চেষ্টা রুখে দিলো বিএসএফ, উদ্ধার হলো ১২৩টি গরু।
৩। পথ দুর্ঘটনা রুখতে পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার পুলিশের পক্ষ থেকে চক্ষু পরীক্ষা করা হলো গাড়ির চালকদের।
৪।কাঁকসায় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গ্যাস ট্যাঙ্কার, গুরুতর আহত হলো ট্যাঙ্কার চালক ও খালাসি।
৫।উত্তরবঙ্গে টানা বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়লো চা বাগান।
৬।বনগাঁ পুরসভায় আস্থা ভোট ঘিরে বিশৃঙ্খলা নিয়ে ক্ষোভ প্রকাশ করলো কলকাতা হাইকোর্টের বিচারপতি।
৭।জয়নগরে দুই পোষ্যকে গুলি করে মেরে আত্মঘাতী হলেন অটো চালক।
৮।জলপাইগুড়িতে শাসক দলের নেতার পানশালায় অভিযান চালালো সিআইডি, মহিলা পাচার চক্র চালানোর অভিযোগে গ্রেফতার হলো ২৮ জন।
৯।‘ফেরাতে হবে কাটমানি’, লালবাজার অভিযানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন কংগ্রেস নেতাকর্মীরা।
১০। অশান্তি অব্যাহত কাঁকিনাড়ায়, বোমার আঘাতে জখম হলো এক পুলিশকর্মী।