স্ট্রেচার না পেয়ে মৃত্যু হলো রোগীর,ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হলো এস এস কে এম এ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বৃহস্পতিবার সকাল থেকেই এক রকম ধুন্ধুমার অবস্থা এসএসকেএম হাসপাতাল চত্বরে৷ অভিযোগ উঠল ট্রলি না পেয়ে রোগী মৃত্যুর৷ রোগী মৃত্যুকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে রোগীর আত্মীয় পরিজন ও নিরাপত্তারক্ষীরা৷অভিযোগ উঠেছে নিরাপত্তারক্ষীকে রোগীর পরিবারের লোকজন চড় মারে বলেও ৷ পালটা নিরাপত্তা রক্ষীরা রোগীর আত্মীয়দের মারধর করে ৷ জোরে আঘাত লাগে এক নিরাপত্তারক্ষীর কানেও ৷ প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন কান থেকে রক্ত পড়তে থাকে ওই নিরাপত্তারক্ষীর৷ তারপরেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় হাসপাতালের পরিস্থিতি৷

এদিকে, রোগী মৃত্যুর দায় নিতে অস্বীকার করে নিরাপত্তারক্ষীরা নিজেদের নিরাপত্তার দাবি জানিয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন ৷ তাঁদের দাবি হাসপাতালের যথাযথ নেই পরিকাঠামো৷ ট্রলির সংখ্যাও পর্যাপ্ত নয় ৷ যেগুলো রয়েছে, তা হয় ভাঙা নয়ত অকেজো৷ নতুন ট্রলি প্রায় পাওয়া যায় না বললেই চলে৷ অন্যদিকে রোগীর পরিবারের দাবি সঠিক সময়ে এই স্ট্রেচার বা ট্রলি দিতে না পারার কারণে তাদের রোগী মারা গিয়েছেন৷সব মিলিয়ে সকাল থেকেই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে এসএসকেএম হাসপাতাল চত্বর ৷ ঘটনাস্থলে আসে পুলিশ৷ তবে এখনও নিরাপত্তাকর্মীদের বিক্ষোভ চলছে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *