এক নজরে আজকের খবর
১।উত্তর ২৪ পরগনায় ডেঙ্গিতে আক্রান্ত ৩০৩৩ জন, রিপোর্ট পেশ করে জানালো রাজ্য
স্বাস্থ্য দফতর।
২।দুর্গোৎসবে বিদ্যুতের কোনো রকম সমস্যা হবে না, আশ্বাস দিলো রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী
শোভনদেব চ্যাটার্জী।
৩।তৃতীয় দিনে পড়লো রাজ্যজুড়ে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট, আজ হতে চলেছে বৈঠক।
৪।ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হলো বিজেপি নেতা বাবান ঘোষ, এফআইআরে নাম রয়েছে মুকুল রায়ও।
৫।রাজারহাটে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল গৃহ বধূর ঝুলন্ত দেহ, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে উঠলো খুনের অভিযোগ।
৬। নদিয়ার চাপড়ায় ডাকাতি, স্বর্ণ ব্যবসায়ীর গাড়িতে গুলি, ব্যাগ ছিনতাই এর ঘটনায় গ্রেফতার করা হলো ১ জন কে।
৭।কোচবিহারের দিনহাটার তৃণমূল কার্যালয় ভাঙচুর, ফেসবুকে বদলার হুমকি দিলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।
৮। মিড ডে মিলে দুর্নীতির থেকে শিক্ষা নিয়ে তৎপর হল প্রশাসন, হুগলির ১ হাজার স্কুলে হানা দিলো প্রশাসনিক কর্তারা।
৯। চরম বেহাল অবস্থা নদিয়ায় রানাঘাট-ধানতলা সড়কের।
১০।সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।