এক নজরে আজকের খবর
১।২ জেএমবি জঙ্গি এস টি এফের হাতে ধরা পড়ল হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে।
২।বাঁকুড়ার বিষ্ণুপুরে হাসপাতাল থেকে উদ্ধার হলো রোগীর ঝুলন্ত দেহ।
৩।সিউড়িতে কাটমানি নেওয়ার অভিযোগ উঠলোস্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে , কাটমানি ফেরতের দাবিতে বাড়ি ঘেরাও বিজেপি সমর্থকদের।
৪।নারদ কাণ্ডের তদন্তে সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে নারদ কর্তার।
৫।কেষ্টপুর খালপাড়ের রাস্তা সারানোর দাবিতে তারুলিয়ায় পথ অবরোধ করলো এলাকার অটো চালকেরা।
৬।সমস্যায় পড়লেই হোয়াটসঅ্যাপ, রক্ষা করা হবে প্রেরকের গোপনীয়তা, ভাটপাড়াকে ছন্দে ফেরাতে আবেদন জানালো সিপি।
৭। ক্রমশ ছন্দে ফিরছে ভাটপাড়া-কাঁকিনাড়া, ঘরছাড়াদের ঘরে ফেরার আবেদন জানালো হলো পুলিশের তরফ থেকে।
৮।দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সিকিম সহ সমগ্র উত্তরবঙ্গে।
৯।কাটমানি ফেরতের দাবিতে বিধানসভায় ওয়াকআউট বিক্ষোভ দেখালেন বাম-কংগ্রেসের বিধায়করা।
১০।ক্যানিংয়ে নিজের পুকুরে জাল ফেলে মাছ ধরায় ছেলে, বৌমার হাতে আক্রান্ত হলো বৃদ্ধা।