এক বিরাট কাণ্ড দিঘার কাছেই! মৎস্যজীবীরা চরম রুষ্ট প্রশাসনের ঘোষণায়
বেস্ট কলকাতা নিউজ : ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশানের (DRDO) পরীক্ষার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ মৎস্য দফতরের। জুনপুট থেকে মিসাইল উৎক্ষেপণের ফ্লাইট ট্রায়ালের জন্য ১৭-১৯ ও ২৪-২৬ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরাপত্তার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করছে DRDO ও মৎস্য দফতর। এই নিয়ে দ্বিতীয়বার মিসাইল উৎক্ষেপনের পরীক্ষার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। একই কারণে গত ১৬ মে থকে ৩০ মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছিল। উল্লেখ্য দিঘার কাছেই সমুদ্র গর্ভ এক সোনার ইতিহাস রচনার পথে। ইতিমধ্যেই এক দফায় বিশেষ এই কার্যক্রম চলেছে। সেই সময়েও বেশ বিপত্তিতে পড়তে হয়েছিল মৎস্যজীবীদের। এবার ফের একবার প্রশাসনিক ঘোষণায় ক্ষোভ বাড়ছে এলাকার মৎস্যজীবীদের মধ্যে।