এক ব্যবসায়ীকে খুন করার জোর চেষ্টা, শিলিগুড়ির আবাসন থেকে গ্রেফতার হল ১ যুবক
শিলিগুড়ি : এক ব্যবসায়ীকে খুন করার চেষ্টার অভিযোগে শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের একটি আবাসন থেকে গ্রেফতার করা হল ১ যুবককে । ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ , তিনি ৫০০ টাকার নোট নিয়ে ওই দোকানে যান, কিন্তু দোকানদার বুঝতে পেরে গিয়েছিলেন ওই নোটটি জাল নোট, তাই তিনি ওই নোটটি নিতে চাননি, এর ফলে দুপক্ষের মধ্যে তুমুল বচসার সৃষ্টি হয়। শেষে ওই যুবক ওই এলাকা ছেড়ে চলে যায়, অবশেষে এদিন এসে ওই যুবক হঠাৎ করে অতর্কিতে আক্রমণ করে ওই ব্যবসায়ীকে। ওই ব্যবসায়ি জায়গা থেকে সরে গেলে বেঁচে যান। তার চিৎকারে ছুটে আসে আশেপাশের সকল দোকানদারেরা। অবশেষে ওই যুবককে তারা ধরে ফেলেন । খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে আটক করে নিয়ে যায় ওই যুবককে। জানা গেছে ওই যুবক প্রচন্ড বজ্রাগ, বদরাগী। এলাকায় তার চরম বদনামও আছে। টাকা পয়সা নিয়েও প্রচুর লোকের সাথে এর আগে তার ঝামেলা হয়েছে বলে এদিন খবর পাওয়া গেছে ।
