এক ভয়াবহ বিস্ফোরণ ইলেকট্রিক মিটার বসাতে গিয়েই , কর্মীর হাত-মুখ-গলা ঝলসে গেল বাজে ভাবে
বেস্ট কলকাতা নিউজ : আটা কলে পুরানো মিটারের বদলে স্মার্ট মিটার বসাতে গিয়ে বড়সড় দুর্ঘটনা। স্মার্ট মিটার থেকে ছিটকে আসা আগুনে ঝলসে গেল বরাত পাওয়া সংস্থার এক কর্মীর মুখ ও হাত। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুরে। আহত ওই কর্মীকে কোতুলপুরের গোগড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান , তাঁর মুখের বেশিরভাগ অংশটাই ঝলসে গিয়েছে। হাতও মারাত্মকভাবে জখম হয়েছে ।

এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার কোতুলপুরের লাগদারপট্টি এলাকায় একটি আটা কলে বুধবার সন্ধ্যায় পুরানো মিটার বদলে নতুন মিটার বসানোর কাজ করছিলেন বরাতপ্রাপ্ত সংস্থার অনুপ কুণ্ডু নামের এক কর্মী। ঘটনাটা ঠিক কীভাবে ঘটেছিল, তা তদন্ত সাপেক্ষ। তবে তাঁর সহকর্মীরা জানান , অনুপ স্মার্ট মিটার বসাতে যান বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন না করেই। তাতেই আচমকা ছিটকে এসে লাগে আগুন। এমনকি ওই ঠিকা সংস্থার কর্মীর মুখ ও হাত ঝলসে যায় কোনো কিছু বুঝে ওঠার আগেই। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই পড়ে যান অনুপ। এরপর স্থানীয় বাসিন্দা ও সহকর্মীরা তাঁকে উদ্ধার করে তাঁকে স্থানীয় গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার চিকিৎসা চলে।