এক লস্কর জঙ্গি-সহ দুই জন নিকেশ হল শ্রীনগর এনকাউন্টারে
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে নিরাপত্তাবাহিনী নিকেশ করল দু’জন জঙ্গিকে৷ মঙ্গলবার গভীর রাতে নিরাপত্তাবাহিনীর গুলিতে দু’জন জঙ্গি মারা গিয়েছে জম্মু-কাশ্মীরের পুরনো শ্রীনগরের রাইনাওয়াড়ি এলাকায়৷ মূলত নিরাপত্তাবাহিনী রাইনাওয়াড়ি এলাকায় তল্লাশি শুরু করে গোপন সূত্রে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে৷আর এরপর আরম্ভ হয় প্রবল গুলির লড়াই৷ আর তাতেই নিরাপত্তাবাহিনী খতম করেছে লুকিয়ে থাকা দুই জঙ্গিকে৷
জানা গিয়েছে নিহত জঙ্গিদের মধ্যে একজন লস্কর ই তইবার সদস্য বলেও৷ সে রাইনাওয়াড়ি এলাকায় থাকতে শুরু করেছিল মূলত সাংবাদিক পরিচয়ে দিয়েই৷ কাশ্মীর জ়োন পুলিশের তরফে টুইট করে আরও জানানো হয়েছে,অস্ত্র পাওয়া গিয়েছে জঙ্গিদের কাছ থেকেও৷ এখনও এলাকায় চলছে তল্লাশি অভিযানও৷ দু’জনের মধ্যে একজন লস্কর-ই-তইবার সদস্য ৷ তার কাছ থেকে পাওয়া গিয়েছে একটি সাংবাদিকদের পরিচয়পত্র৷ সেখানে তার নাম লেখা আছে রাইজ় আহমদ ভাট ৷”
উল্লেখ্য, রাইনাওয়াড়ি এলাকা বারংবার গুলির শব্দে কেঁপে উঠেছে মঙ্গলবার রাত থেকেই৷ ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে বলেই খবর ৷ তাই এখনও তল্লাশি চলছে জঙ্গিদের খোঁজে৷ পুলিশ আরও জানিয়েছে, রাইজ় আগে কাজ করত সাংবাদিকের৷ অনন্তনাগে ‘ভ্যালি নিউজ় সার্ভিস’ নামে তার একটি অনলাইন পোর্টালও আছে ৷ তাকে জঙ্গির তকমা দেওয়া হয় মূলত 2021 সালে৷ জঙ্গি হামলায় যুক্ত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে দু’টি এফআইআরও দায়ের করা হয়৷ কাশ্মীরের আইজিপি জানিয়েছেন, এতে অপব্যবহার করা হয়েছে সংবাদমাধ্যমের৷
এদিকে দ্বিতীয় জঙ্গিটির নাম হিলাল আহ রাহ৷ সে বিজবেহারার বাসিন্দা এবং ‘সি’ ক্যাটাগরির জঙ্গি, কাশ্মীর জ়োন পুলিশ টুইট করে এমনটাই জানিয়েছে৷ এনকাউন্টারে নিহত এই দুই জঙ্গি সম্প্রতি ঘটা বেশ কিছু অপরাধের সঙ্গে যুক্ত ছিল, কাশ্মীরের আইজিপি বিজয় কুমার এমনটাই জানান ৷