এখনই আপডেট না করলেই সর্বনাশ, ফ্রিজ হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট!

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার প্রতারক বা জলিয়াতদের হাত থেকে গ্রাহকদের বাঁচাতে বদ্ধপরিকর হল ভারতীয় ডাক বিভাগ । পোস্ট অফিসে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুলতে পারে এবং সেখানে বিভিন্ন প্রকল্পের অধীনে সঞ্চয় করতে পারে। এবার ইন্ডিয়া পোস্টের নতুন নিয়ম অনুযায়ী মেয়াদ পূরণ হয়ে যাওয়ার পরও যে সব অ্যাকাউন্ট বন্ধ করা হয়নি বা রিনিউ করা হয়নি, সেই সব অ্যাকাউন্ট এবার ফ্রিজ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডাক বিভাগ।

এমন ধরনের সঞ্চয়ের অ্যাকাউন্ট বহুদিন ব্যবহার করা না হলে সেই অ্যাকাউন্টগুলো জালিয়াতদের খুব সহজ লক্ষ্য হয়ে যায়। আর এই কারণেই ৩ বছর ব্যবহার না হওয়া অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেবে ভারতীয় ডাক। বছরে ২ বার করে এই ফ্রিজ করার প্রক্রিয়া চালাবে ডাক বিভাগ। কোনও অ্যাকাউন্ট চিহ্নিত হওয়ার ১৫ দিনের মধ্যেই ফ্রিজ হয়ে যাবে। এই বছরের ১৫ জুলাই এই নিয়ম চালু করেছে ভারতীয় ডাক।

কোন কোন অ্যাকাউন্ট এই তালিকায় রয়েছে? PPF পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, ন্যাশনাল সেভিংস স্কিম, কিসান বিকাশ পত্র, পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম, টাইম ডিপোজিট, ফিক্সড বা রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট রয়েছে এই তালিকায়। অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে কোনও কাজই করা যাবে না। সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টের প্রয়োজনীয় নথি ও আধার কার্ড, প্যান কার্ড নিয়ে নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে একটি অ্যাপ্লিকেশন করতে হবে। আপনার সব তথ্য যাচাই করে অ্যাকাউন্ট ঠিক করে দেবে পোস্ট অফিস। তবে, আপনি যদি সাব পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনার সব ডকুমেন্ট হেড পোস্ট অফিসে পাঠানো হবে পুরো প্রক্রিয়া শেষ করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *