এখন অতীত কেরল-কাশ্মীর! গঙ্গাবক্ষে হাউসবোটে রাত্রিবাস কলকাতার নাকের ডগায় ! দুরন্ত বন্দোবস্ত নামমাত্র খরচে
বেস্ট কলকাতা নিউজ : কেরল, কাশ্মীর এখন অতীত! শহর কলকাতার নাকের ডগাতেই রয়েছে দুরন্ত এক আয়োজন। গঙ্গাবক্ষে হাউজবোটে এলাহি বন্দোবস্তে আপনার মন ভরে যাবে। রাজার হালে রাত্রিবাসের এমন সোনালী সুযোগ এনে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশন। গঙ্গার বুকে ভেসে বেড়িয়ে সূর্যের অস্ত যাওয়ার এমন অপরূপ শোভা তারিয়ে তারিয়ে উপভোগের ষোলোআনা সুযোগ নিন। সুমধুর এই বন্দোবস্তের খরচও রয়েছে নাগালেই।
ব্যস্ত জীবন থেকে কয়েক মুহূর্তের অবসর নিতে চান? কলকাতার কাছেই অপূর্ব এই অবসরের সুযোগ এনে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশন। বিশেষ এই প্রতিবেদনে সেব্যাপারেই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। মধ্যবিত্তের নাগালের মধ্যেই রয়েছে গঙ্গাবক্ষে সোনালী এই মুহূর্ত জাপনের খরচ।