এখন থেকে বাড়লো জরিমানা , ড্রাইভিং লাইসেন্স না থাকলে গুনতে হবে ৫ হাজার ও বিনা হেলমেটে ১ হাজার টাকা
বেস্ট কলকাতা নিউজ : সংসদে পাশ হয়ে গেল মোটর ভেহিকেলস সংশোধনী বিল। আর তার জেরে বিপুল হারে বাড়তে চলেছে রাস্তাঘাটে নিয়ম ভাঙার জরিমানা । দেশে পথ ঘাটে জনগণের নিরাপত্তা বাড়াতেই লাগু হবে এই নতুন আইন। এত দিন পর্যন্ত ট্রাফিক আইন ভাঙার সর্বনিম্ন জরিমানা ছিল ১০০ টাকা। সেটা এক ধাক্কায় বেড়ে হচ্ছে ৫০০ টাকা। টিকিট ছাড়া যাত্রায় ফাইন ছিল ২০০ টাকা। সেটা বেড়ে হচ্ছে ৫০০ টাকা।
এবার দেখে নিন ফাইন বৃদ্ধির তালিকা :- ১) মদ্যপ অবস্থায় গাড়ি চালালে জরিমানা করা হয়েছে ২০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা ৷২) এমারজেন্সি গাড়িকে রাস্তা না ছাড়লে ৫০০০ টাকা জরিমানা গুনতে হবে ৷ এর আগে দিতে হত ১০০০ টাকা ৷৩) মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালালে জরিমানা করা হয়েছে ১০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০০ টাকা ৷৪) বর্তমানে বিনা হেলমেটে গাড়ি চালালে দিতে হয় মাত্র ১০০ টাকা ৷ নতুন নিয়মে দিতে হবে ১০০০ টাকা জরিমানা ৷ পাশাপাশি তিনমাসের জন্য বাজেয়াপ্ত করা হবে লাইসেন্সও ৷৫) র্যাশ ড্রাইভিং করার জন্য জরিমানা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷৬) বিনা লাইসেন্সে ড্রাইভিং করলে জরিমানা ৫০০ থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করা হয়েছে ৷৭) সিট বেল্ট না পড়লে জরিমানা করা হয়েছে ১০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা ৷৮) নাবালক গাড়ি চালালে তাদের অভিভাবককেই দোষী হিসেবে গণ্য করা হবে ৷ এর জন্য ২৫০০০ টাকা জরিমানা ও তিন বছরের জন্য জেল হতে পারে৷ পাশাপাশি গাড়ির রেজিষ্ট্রেশন বাতিল করে দেওয়া হবে ৷৯। বিনা টিকিটে যাত্রার ফাইন এখন ২০০ টাকা। সেটাও বেড়ে হচ্ছে ৫০০ টাকা।

