এখন থেকে মহিলাদের পড়তে হবে শৃংখলযুক্ত পোশাক, নির্দেশিকা জারি হল দার্জিলিং মহাকাল মন্দিরে
দার্জিলিং : এবার থেকে দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে মহিলারা যে কোন পোশাক পড়ে ঢুকতে পারবেন না। বহুদিন ধরে এই প্রশ্ন উঠছিল, সেখানকার স্থানীয় মহিলা, দেশি পর্যটক এবং বিদেশি পর্যটকেরা বিভিন্ন ধরনের পোশাক পড়ে প্রবেশ করছিল মহাকাল মন্দিরে। যেটা চোখ এড়িয়ে যায়নি মহাকাল মন্দিরের পুরোহিত এবং কর্মকর্তাদের। এরপরেই তারা সিদ্ধান্ত নেন মহিলারা যেই হোন না কেন মহাকাল মন্দিরে প্রবেশ করতে গেলে নম্র-ভদ্র পোশাক পড়ে ঢুকতে হবে। তবেই তাদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে, অন্যথায় তাদের বাইরে থেকেই প্রণাম করে যেতে হবে।

এদিকে মহাকাল মন্দিরের তরফ থেকে এও জানানো হয়েছে এই নির্দেশিকা আপাতত চলতে থাকবে। কারণ মন্দিরে নিয়ম অনুযায়ী সবাইকে চলতে হবে। নিয়মের বাইরে কেউ নন, বহু বছর ধরে মহিলাদের মহাকাল মন্দিরের পোশাক নিয়ে প্রশ্ন উঠে আসছিল। এবার সেখানে সিলমোহর দিয়ে দেওয়া হল। যেটা আগামী দিনে এইভাবে বলবৎ করা হয়ে যাবে। এদিকে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন গোটা দার্জিলিং এর মানুষ।

