‘এটা পরিষ্কার, এক নয় আসল ও স্ক্যান OMR শিট’, চাকরি বাতিল মামলায় এমনি বিস্ফোরক মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচার পতির
বেস্ট কলকাতা নিউজ : সুপ্রিম কোর্টে রাজ্যের প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল মামলার শুনানি চলছে। প্রধান বিচারপতি বলেন, “অনেক কিছু গোপন করা হয়েছে। একটা জিনিস পরিষ্কার হয়েছে যে আসল এবং স্ক্যান করা ওএমআর শিট একই নয়।” এছাড়াও অযোগ্য চাকরিপ্রার্থীদের আলাদা করে চিহ্নিত করতে মেটা তথ্য খুঁজে বার করতে হবে বলেও এদিন শুনানিতে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।