এবারের উত্তরবঙ্গ বইমেলাতে মুখ্যমন্ত্রীর লেখা বই বিক্রি হল ব্যাপকভাবে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : উত্তরবঙ্গ বইমেলাতে মুখ্যমন্ত্রীর লেখা বই বিক্রি হচ্ছে ব্যাপকভাবে। জাগো বাংলার স্টলে এবারে বিপুল পরিমানে বিক্রি হয়েছে মুখ্যমন্ত্রীর লেখা বই। বিক্রেতারাও জানায় এবার প্রচুর বিক্রি হয়েছে মুখ্যমন্ত্রীর লেখা বইয়ের। প্রতিদিনই বিক্রি করা হয়েছে এবং ক্রেতারাও আগ্রহের সাথে কিনেছেন মুখ্যমন্ত্রীর বই।

এদিকে তৃণমূল কংগ্রেস দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান আমাদের মুখ্যমন্ত্রী বহুমুখী প্রতিভার অধিকারী। তার লেখা বই দেখবার মত তৈরি হয়েছে, আমরাও চাইছি মুখ্যমন্ত্রী তার বই লিখে জনপ্রিয়তা পাক, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা ভেবে বই লেখেন আর তার বই এখন ভারতের মাটিতে এবং বাংলার মাটিতে প্রচুর বিক্রি হয়। দলের কর্মীরা তো বটেই মানুষ সাধারণ যারা তারাও কিনছেন এই বই। এই বইয়ের বিভিন্ন দিকও আছে, যারা এই বইগুলিকে বুঝতে পারবেন তারাই একমাত্র কিনবেন এইসমস্ত বই। এমনি স্টলেও পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রীর লেখা বই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *