“মুকুল রায় তৃণমূলে কোনওদিন যোগই দেননি বিজেপি ছেড়ে” মুকুলের আইনজীবী এমনি দাবি করলেন বিধানসভায় স্পিকারের কাছে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এখনও নাকি বিজেপিতে আছেন মুকুল রায়। সুতরাং তাঁর বিরূদ্ধে প্রয়োগ কর যাবে না দলত্যাগ বিরোধী আইন।রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় হয় গতকাল শুক্রবার বিধানসভায় দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদনের মামলার শুনানিতে আইনজীবীর সওয়াল ঘিরে।

মুকুল রায়ের আইনজীবীর দাবি করেছেন, “মুকুল রায় বিজেপিতেই আছেন। তিনি তৃণমূলে যোগ দেননি।” শুক্রবার শুনানিতে তিনি একথা বলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে।একুশের বিধানসভা ভোটে প্রায় প্রচার ছাড়াই কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বড় ব্যবধানে জেতেন মুকুল রায়। তিনি সাড়ে ৩ বছরের ব্যবধানে ফের পুরনো দলে ফেরেন। সপুত্র ঘাসফুল শিবিরে ফেরেন মুকুল রায়। ‘ঘরের ছেলে’কে স্বাগত জানান খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । মুকুলকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *