এবারে শীতে পর্যটকদের আকর্ষণ করছে জল্দাপাড়া অভয়ারণ্যের গন্ডার
নিজস্ব সংবাদদাতা : এবারে শীতের জলদাপাড়ার মূল আকর্ষণ জলদাপাড়ার গন্ডার। পর্যটকরা জানিয়েছেন , বা সমীক্ষায় দেখা গেছে জলদাপাড়া গন্ডারের আকর্ষণ পর্যটকদের কাছে সবার চেয়ে বেশি। দিনের পর দিন পর্যটকরা এখানে এসেছেন, এবং পড়ে থেকেছেন শুধুমাত্র গন্ডার দেখবে বলে। গন্ডারের একটা আলাদা ঐতিহ্য আছে।, এমনটাই জানান কলকাতা থেকে জলপাই জলদাপাড়া ঘুরতে আসা এক পর্যটক। তিনি আরোও জানান গন্ডার দেখতে বিশাল হলেও, শান্ত এবং নিরীহ। ওদের কাছে না যাওয়া না গেলেও ওদের মত একটা আলাদা ব্যাপার আছে। তাই মাইলের পর মাইল হেটেও চলে আসা যায় এখানে। পাহাড়ের পর সমতলের দিকে তাকালে জলদাপাড়া জনপ্রিয়তা বুঝতে পারবেন আপনিও। এবং সেই জলদাপাড়াতে অন্যতম আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে গন্ডার। আবার বিজ্ঞাপনেও আকর্ষণ এই গন্ডার কে নিয়েও। ওরা কি খায় কোথায় যায় কোথায় থাকে সব আকর্ষণ পর্যটকদের মধ্যে থাকে। তাইতো গন্ডার এত জনপ্রিয় জলদাপাড়াতে।