অতি স্পর্শকাতর প্রথম দফায় প্রতিটি বুথ, এমনটাই জানাল রাজ্য নির্বাচন কমিশন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে প্রথম দফায় প্রত্যেক বুথকেই। ইতিমধ্যেই এমনটাই জানিয়েছে রাজ্যের নির্বাচন কমিশন৷ নির্বাচন কমিশন ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে প্রথম দফায় প্রত্যেকটি বুথে নির্বিঘ্নে ভোট পক্রিয়া সম্পন্ন করাতে। রাজ্য নির্বাচন কমিশন আরও জানিয়েছে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় যে জেলাগুলিতে নির্বাচন হতে চলেছে, সেইসব এলাকার প্রতিটি বুথই স্পর্শকাতর ও সংবেদনশীল বলেই।

সেক্ষেত্রে সংলিষ্ট বুথগুলিতে যাতে কোনওরকম গন্ডগোলের পরিস্থিতি তৈরি না হয় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তার জন্য। ঝাড়গ্রামে ৭০ কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে ৪৫ কোম্পানি, পূর্ব মেদিনীপুরে ২০ কোম্পানি, বাঁকুড়ায় ২৯ কোম্পানি এবং পুরুলিয়ায় ৩৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে ৷অন্যদিকে, এক উচ্চপদস্থ আধিকারিক এও জানান, বিধানসভা নির্বাচন সবথেকে বড় চ্যালেঞ্জ আমাদের কাছে৷ ভোটের আগে পুলিশ অবজ়ারভারদের সঙ্গে সাধারণ মানুষ যাতে দেখা করতে পারে, গত লোকসভা নির্বাচন থেকেই তা চালু করা হয়েছিল ৷তা চালু রয়েছে এবারের নির্বাচনেও ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *