এবার আরজিকর নিয়ে প্রতিবাদ করলেন এক বৈরাগী
নিজস্ব সংবাদদাতা : বেণীমাধব দাস, বৈরাগী সংসার ছেড়েছেন অনেকদিন আগেই, ভগবানের নাম করে ঘুরে ঘুরে বেড়ান এক জায়গা থেকে অন্য জায়গায়। আর্থিক দিক দিয়ে সচ্ছল মোটামুটি তিনি। তাই কোথাও যেতে বা থাকা খাওয়ার কোন কষ্ট নেই তার। শিলিগুড়ি থেকে কোচবিহার কুচবিহার থেকে কলকাতা তিনি ঘুরে বেড়ান। তবে তাকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে এই আরজি করের ঘটনা।
তিনি জানালেন আমার জীবনের মৌলিক পরিবর্তন এনে দিয়েছে এই আর জি করের ঘটনা। আমি ভাবতেই পারছি না এখনো কিভাবে মানুষ এত নিশংস হতে পারে। আমার ধারনার বাইরে। একটা সরল নিষ্পাপ প্রতিভাবান মেয়ের জীবন যে এভাবে শেষ হয়ে যাবে আমি ভাবিনি, তাইতো সারাক্ষণ ভগবানের নামকরা বেণীমাধব দাস আজকে উই ওয়ান্ট জাস্টিস বলছেন। জানালেন সবার মত আমিও চাই এই জঘন্য অপরাধের শাস্তি হোক। আমার কাছে এটা একটা জঘন্য অপরাধ। তাই স্কুলের ছাত্র-ছাত্রীরা যখন প্রতিবাদ করছে আমিও আর নিজেকে ধরে রাখতে পারলাম না বলেও জানান বেণীমাধব দাস।