এবার উত্তর কন্যায় ঘুঘুর বাসা ভাঙবো, নাগরাকাটায় এসে এমনটাই জানালেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জী
নিজস্ব সংবাদদাতা: এবার ঘুঘুর ভাষা ভাঙ্গবো, এটা আর কোথাও না উত্তর কন্যায়। নাগরা কাটায় এই হুমকি দিলেন মীনাক্ষী মুখার্জী। তিনি জানালেন একেবারে শেষ হয়ে গেছে উত্তর কন্যা। বেনিয়মে ভরে গেছে, ওখানে কিছু হবে না। টাকার খেলা চলছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর নামেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, কোনই কাজ হচ্ছে না। যারা যারা দায়িত্বে বসে আছেন, তারা ছোট জগন্নাথ হয়ে গেছেন। নেতা মন্ত্রীদের কথা যত না বলা যায় ততই ভালো। আর চাকরির কথা, সেটা তো আরো উপরে। কিভাবে কিভাবে ভিতরে ভিতরে কাজ হয়ে যাচ্ছে সেটা একমাত্র তৃণমূল নেতারাই জানে। আমি সব বুঝতে পেরে গেছি, আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু আমি ভিতরে ঢুকবোই। সব সত্যি কথা আমি মানুষের মাঝে নিয়ে আসবো। মানুষ জানুক, যাকে এত বিশ্বাস করে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে তারা কি ধরনের। মানুষের বোঝা উচিত , যে এইভাবে চলতে চলতে একদিন সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। আমি উত্তর কন্যায় যেতে চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হয়নি। তবে আমি নাগরা কাটার মানুষের কাছে এই কথা দিয়ে যাচ্ছি , আমি উত্তর কন্যায় ঢুকে ঘুঘুর বাসা ভেঙে দেবো। এটা আমার চ্যালেঞ্জ, এদিন এমনটাই জানালেন মীনাক্ষী মুখার্জী।
