এবার কি সর্ষের মধ্যেই ভূত? পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে প্রাক্তন পুলিশ কর্মীকেই আটক করলো পুলিশই
বেস্ট কলকাতা নিউজ : পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে কি সর্ষের মধ্যেই ভূত? গ্রেফতার প্রাক্তন পুলিশ কর্মী আব্দুল হাই (৬১)। এক বছর আগেই কর্মজীবন থেকে অবসর নিয়েছেন তিনি। হাবড়া থেকে তাঁকে ধরে পুলিশ। সূত্রের খবর, অভিযোগ হওয়া ১৫০টি পাসপোর্টের মধ্যে ৫২ টির ইনকয়ারিং অফিসার ছিলেন কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই। তিনি পাসপোর্ট পিছু ২৫ হাজার করে নিতেন বলে অভিযোগ।
এদিকে পাসপোর্ট কাণ্ডে বড় মাথা বলে উঠে আসা সমরেশের সঙ্গে আব্দুলের যোগযোগ ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। পাসপোর্টে এখনও পর্যন্ত গ্রেফতারির সংখ্যা দাঁড়াল ৯। পুলিশ সূত্রে এও জানা যাচ্ছে, কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোলের অফিসেও কাজ করেছেন এই ব্যক্তি। সেখান থেকেই পাসপোর্টের ভেরিভিকেশনের কাজে যুক্ত ছিলেন। সে কারণেই এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে।
উল্লেখ্য , এর আগে যে আটজনকে গ্রেফতার করা হয়েছিল তাঁদের টানা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। উদ্ধার হয়েছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও। জিজ্ঞাসাবাদেই আব্দুলের নাম উঠে আসে বলে খবর। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। তিনি বলছেন, “অর্থের প্রলোভনে পা দিচ্ছেন পুলিশ কর্মীরা। আর টাকা ছড়িয়ে মাকড়শার মতো জাল ছড়াচ্ছে জালিয়াতরা। এটা তো একদিক থেকে দেখতে গেলে ইন্টালিজেন্সের ব্যর্থতা। আসলে জালিয়াতরা কোনও বাধা পাচ্ছে না কোনও জায়গা থেকেই। এ ক্ষেত্রে প্রশাসনের দোষ অবশ্যই আছে।”