এবার খেতে হবে জল , “ওয়াটার বেল “এর সূচনা হলো শিলিগুড়ির নেতাজি বয়েজ প্রাথমিক স্কুলে
শিলিগুড়ি : প্রচন্ড আদ্র আবহাওয়া শিলিগুড়িতে। তাই এবারে শিলিগুড়ির নেতাজি বয়েজ প্রাথমিক স্কুলে ঘন্টা বাজার সাথে সাথেই বাচ্চাদের জল খাওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। আদ্র পরিবেশ শিলিগুড়িতে, এদিকে এই পরিস্থিতে বাচ্চাদের জল খাওয়ার ব্যাপারে প্রচন্ড রকমের অনীহা। তাই প্রধান শিক্ষক কাঞ্চন দাস, এই ব্যবস্থা শুরু করেছেন। তিনি আরো জানিয়েছেন, বাচ্চার এতক্ষণ স্কুলে থাকে জল না খেলে ওপরে শারীরিক সমস্যা হতে পারে, তাই আমরা এই ব্যবস্থা নিয়েছি । এছাড়াও বাচ্চাদের বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে , বলেও জানান প্রধান শিক্ষক।

তিনি আরো জানান সাম্প্রতিক সময়ে শিলিগুড়িতে বিরিয়ানি নিয়ে নানা সমস্যা তৈরি হয়েছে। বাচ্চারা বিরিয়ানি দেখে, অথবা বিরিয়ানি খেতে আতঙ্কিত বোধ করছে। তাই আমরা ব্যক্তিগতভাবে এই ব্যবস্থা করলাম। জলের প্রয়োজন সবার, তাই জল যাতে বাচ্চারা খায় সেই কারণে এই ব্যবস্থা করলাম। এবার থেকে বেল বাজলেই বাচ্চারা জল খেতে আসবে। এদিকে প্রধান শিক্ষকের এই অভিনব উদ্যোগকে সাধুবাদও জানায় ওই স্কুলের আশে পাশে থাকা স্থানীয় সাধারণ মানুষেরা। তারা এও বলেন এইভাবে বাচ্চাদের জল খাওয়ানোর চিন্তা করা এক অসাধারণ ভাবনা। বাংলার সব স্কুলকে এভাবে এগিয়ে আসতে হবে।