কাফিল খান যোগী আদিত্যনাথের বিরুদ্ধে প্রার্থী হিসেবে লড়াই করতে পারেন গোরক্ষপুর বিধানসভা কেন্দ্রে !

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দোরগোড়ায় উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে চিকিৎসক কাফিল খান ভোটে লড়াই করতে পারেন উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে। দেশের কাছে যাঁর অক্লান্ত পরিশ্রম এবং দায়িত্ববোধ উদাহরণ হয়ে উঠেছিল ২০১৭ সালে উত্তর প্রদেশের বিআরডি মেডিকেল কলেজে অক্সিজেনের অভাবে শিশুমৃত্যুর ঘটনায়, সেই চিকিৎসক কাফিল খান জানিয়েছেন, কোনও দল তাঁকে সমর্থন করলে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সেই আসন থেকে ।

এদিকে চিকিৎসক কাফিল খান ভোটে দাঁড়ানোর কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিজেপিকে জোর টক্কর দিতেও ।উল্লেখ্য, এই চিকিৎসককে (কাফিল)চাকরি থেকে বরখাস্ত করা হয় গত বছরের ৯ নভেম্বর এবং এ নিয়ে কাফিল হাইকোর্টে চ্যালেঞ্জও করেন। কাফিল জানিয়েছেন, তাঁকে বলির পাঁঠা বানানো হয় বিআরডি মেডিকেল কলেজে ২০১৭ সালের অগাস্ট মাসের মর্মান্তিক দুর্ঘটনায়। ওই দুর্ঘটনায় মারা গিয়েছিল ৮০ টি পরিবারের শিশুরা। কাফিলের অভিযোগ, তিনি গোরক্ষপুরে না থাকা সত্ত্বেও, পুলিশ হেনস্থা করছে তাঁর ৭০ বছর বয়সী মাকে।“আমি ফেসবুক, ট্যুইটার ইত্যাদির মতো সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এবং সেখানে জানিয়ে যাই আমার গতিবিধি সম্পর্কে । বর্তমানে আমি আছি মুম্বইয়ে। এখান থেকে আমি হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতে যাব আমার বই- The Gorakhpur Hospital Tragedy- A Doctor’s Memoir of a Deadly Medical Crisis-এর প্রচারের জন্যও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *