এবার ছোটপর্দায় শিলিগুড়ির কন্যা অভিকা মালাকার, সুদূর মুম্বইয়ে শুরু করতে চলেছে অভিনয় জীবনও
() স্থানীয় সংবাদ ১ (৪)
শিলিগুড়ি : ইচ্ছে ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার। তবে স্কুলের গণ্ডি না পেরোতেই ডাক্তার হয়ে যায় শিলিগুড়ির অভিকা মালাকার। স্কুল পাশ না করেই ডাক্তার! এমনটা আবার হয় নাকি? হয়। বাস্তবে নয়, রিলে। প্রথাগত অভিনয় শিক্ষা না থাকা সত্ত্বেও বাংলা ধারাবাহিক ‘তোমাদের রাণী’-তে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পায় স্কুলছাত্রী অভিকা। এবার কলকাতা ছাড়িয়ে আরব সাগরের তীরে পাড়ি জমিয়েছে সে। তার অভিনীত বাংলা ধারাবাহিকের হিন্দি রিমেকেও সে-ই মুখ্য চরিত্র।স্টার জলসায় ‘তোমাদের রাণী’ সিরিয়ালে রাণী চরিত্রে অভিনয় করেছিল অভিকা। তার অভিনীত সেই চরিত্রটি টেলিভিশন দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। এবার আরও একধাপ এগিয়ে সুদূর মুম্বইয়ে অভিনয় জীবন শুরু করতে চলেছে অভিকা। ইতিমধ্যেই জোরকদমে চলছে তার হিন্দি ধারাবাহিক।