এবার থেকে এসি বাস ভাড়া দেবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এন বি এস টি সি)
নিজস্ব সংবাদদাতা : বিয়েবাড়ি, পিকনিক বা অন্য কোনও অনুষ্ঠানে এবার থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বাতানুকূল বাস ভাড়া দেবে। এজন্য প্রাথমিকভাবে দুটি এসি বাসকে চিহ্নিত করা হয়েছে। সংস্থা সূত্রে খবর, কয়েকটি এসি বাস খানিকটা পুরোনো হয়ে গিয়েছে। সেকারণে দূরবর্তী রুটে এই বাসগুলি চালাতে কিছুটা সমস্যা হচ্ছিল। তাই সেই বাসগুলোর পরিবর্তে কয়েকটি নতুন রকেট বাস কোচবিহার-কলকাতা এবং শিলিগুড়ি-কলকাতা রুটে চালানোর সিদ্ধান্ত হয়েছে। যে এসি বাসগুলো পুরোনো হওয়ায় এখন চালানো হচ্ছে না সেগুলি শীঘ্রই মেরামত করে ভাড়া দেওয়া হবে বলে জানায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। কিলোমিটার প্রতি মাত্র ৫৪ টাকার বিনিময়ে যে কেউ এই এসি বাস আবেদনের ভিত্তিতে ভাড়া নিতে পারবেন। সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এও বলেন, ‘বিয়েবাড়ি বা কোনও অনুষ্ঠানের জন্য সংস্থার বাস আগে থেকেই ভাড়া দেওয়া হত। কিন্তু এসি বাস এতদিন ভাড়া দেওয়া হয়নি। বিয়েবাড়ি বা অন্য অনুষ্ঠানগুলিতে এসি বাসের চাহিদা থাকে। মানুষের চাহিদার কথা ভেবে এবার থেকে এসি বাস ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
কয়েকটি রকেট বাস বেশ পুরোনো হয়ে যাওয়ায় সেগুলি পালটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরোনো বাসের মধ্যে দুটি এক্সক্লুসিভ এসি রকেট মেরামত করে বিয়েবাড়ি কিংবা অন্য কোনও অনুষ্ঠানে ভাড়া দেওয়া হবে। আবার পুরোনো দু’-তিনটি রকেটকে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি থেকে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দূরবর্তী রুটের জন্য প্রথম ধাপে বাতানুকূল এবং সাধারণ বাস মিলিয়ে মোট পাঁচটি রকেট বাস চালানো শুরু হয়েছে। সম্প্রতি আরও তিনটি রকেট বাস আনা হয়েছে। খুব তাড়াতাড়ি সেই বাসগুলি রাস্তায় নামানো হবে। পরের ধাপে আরও চারটি রকেট নিয়ে আসা হবে। নতুন এসি রকেটের টিকিট সংস্থার কার্যালয়ের পাশাপাশি যাত্রীরা অনলাইনে কাটার সুযোগ পাবেন।