এবার থেকে তাদের নিজস্ব সচিত্র পরিচয়পত্র হাতে পেতে চলেছেন শহর কলকাতার হকাররা
বেস্ট কলকাতা নিউজ : শহরের হকারদের আসন্ন শারোদৎসবের বাজার কেমন যাবে তা বলা কঠিন। এলাকায় গজিয়ে ওঠা শপিংমল ও বিভাগীয় বিপণীর বিরুদ্ধে প্রতি মুহূর্তে লড়াই করে চলেছেন হকাররা ৷ পুজোর আগেই কলকাতার নানা প্রান্তে থাকা নথিভুক্ত হকাররা হাতে পেয়ে যাবেন হকার আইন অনুসারে সচিত্র পরিচয়পত্র। আগামী অগস্ট মাস থেকে সেই পরিচয়পত্র দেওয়া শুরু করবে কলকাতা কর্পোরেশনের হকার পুনর্বাসন সংক্রান্ত বিভাগ ও টাউন ভেন্ডিং কমিটি (টিভিসি)। সম্প্রতি, টিভিসি-র বৈঠকে এমন সিদ্ধান্তই হয়েছে বলে জানা গিয়েছে। এই পরিচয়পত্র পুজোর আগেই হাতে পেয়ে যাবেন প্রায় ৯ হাজার হকার।

বছরখানেক আগে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের যথেচ্ছভাবে রাস্তা দখল করে থাকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। যার জেরে কলকাতা কর্পোরেশন ও কলকাতা পুলিশ ব্যাপক আকারে বেআইনি হকার বিরোধী অভিযান চালায় । টিভিসি, কলকাতা পুলিশ ও কলকাতা কর্পোরেশনের যৌথ অভিযানে বহু হকার উচ্ছেদও হয় শহরজুড়ে। রাস্তা দখল করে যত্রতত্র হকারির বিরুদ্ধে লাগাম টানা হয়। সম্প্রতি নিউ মার্কেট চত্বরে পিচের রাস্তাজুড়ে বসা হকারদের অভিযানের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে । লর্ডস বেকারি মোড়ে সরকারের জমি দখল করে থাকা হকারদের উচ্ছেদ করা হয়েছে । এত উচ্ছেদের মধ্যে হকারদের কাছে পুজোর মুখেই বড় সুখবর ৷ প্রায় ৯ হাজার হকার পরিচয়পত্র হাতে পেতে চলেছেন।