এবার পাহাড়ে ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
নিজস্ব সংবাদদাতা : বিতর্ক যেন পিছু ছাড়ছে না, এবার পাহাড়ের ৩১৩ জনের চাকরি অবৈধ ঘোষণা করে তাদের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। জানা গেছে এই ৩১৩ জনের চাকরি সম্পূর্ণভাবে অবৈধ বলে মনে করছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ এই ৩১৩ জনের চাকরি অর্থাৎ নিয়োগ হয়েছে একেবারেই বেআইনিভাবে। তারা এতদিন চাকরি করে আসছিলেন , তাই তাদের চাকরি আর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না আপাতত এই নির্দেশ আসলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে।

সেক্ষেত্রে কবের থেকে তাদের বেতন বন্ধ রাখা হবে সেটা এখনো জানা যায়নি। ২৬ হাজার চাকরি বাতিলের ঘটনার পরে আবার ৩১৩ জনের এই ঘটনা নিঃসন্দেহে চমকে দেবে সবাইকে। এই ৩১৩ জন পাহাড় এলাকায় চাকরিরত অবস্থায় ছিলেন। তবে তাদের সাথে যোগাযোগ করে এ বিষয় কোন মন্তব্য পাওয়া যায়নি।অন্যদিকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে জানানো হয় এরা সকলে পাহাড়েই চাকরি করে আসছিলেন। চাকরি চলে যাওয়ার কারণ কি একমাত্র অবৈধ নিয়োগ সেটাও জানানো হয়নি কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তবে এই নতুন করে চাকরি হারানো নতুন ভাবে আবার বিতর্ক নিয়ে আসবে রাজ্য সরকারের তরফ থেকে। বিতর্ক পিছু না ছাড়ায় ওই চাকরি প্রার্থীরা এখনো কিছু বলতে চাননি। শুধু জানিয়েছেন সময় হলে সব কথা বলা হবে।