এবার বাড়ি -ফ্ল্যাটের দাম কমতে চলেছে শহর কলকাতায়
বেস্ট কলকাতা নিউজ : বাড়ি -ফ্ল্যাট ঠিক মতো বিক্রি হচ্ছে না শহর কলকাতায় এর ফলে কলকাতায় আবাসনের দাম কমে গিয়েছে ২শতাংশ৷ এমনই এক তথ্য সামনে নিয়ে এলো সম্পত্তি উপদেষ্টা সংস্থা নাইট ফ্রাঙ্ক ইন্ডিয়া-র রিপোর্ট৷ এ বছরের প্রথম ছয় মাসে আবাসনের বিক্রি কমেছে ৩০ শতাংশ। পাশাপাশি নতুন আবাসন প্রকল্পের নির্মাণ শুরুর সাপেক্ষে তা হ্রাস পেয়েছে ৯০ শতাংশ ৷ দেখা গিয়েছে, দেশের আটটি প্রধান শহরের মধ্যে এই ক্ষেত্রে সবচেয়ে তলায় এসে পৌঁছেছে শহর কলকাতা।গত বছরের এই সময়ে কলকাতায় যেখানে মোট বিক্রি হয়েছিল ৬,৫৯১টি আবাসন , যেখানে চলতি বছরে হয়েছে ৪,৫৮৮টি ৷ যা গত দশ বছরে সবনিম্ন। জাতীয় স্তরে দেশের আটটি শহরে গড়ে আবাসন বিক্রি ৪ শতাংশ বাড়লেও উল্টোই রয়েছে শহর কলকাতার ছবিটা ৷
তবে বিক্রি কমলেও যেহেতু নতুন প্রকল্প নির্মাণে ৯০ শতাংশ পতন ঘটেছে তাই কলকাতা ও তার আশে পাশে এলাকায় বিক্রির জন্য পড়ে থাকা নির্মিত আবাসনের সংখ্যা আবার ১১ শতাংশ কমে গিয়েছে।এদিকে দেশজুড়ে ভাড়া বাড়ির চাহিদা বাড়তে দেখা যাচ্ছে।