এবার বেঙ্গালুরু-সহ কর্নাটকের ৬ শহরে নাইট কার্ফু জারি কোভিড সংক্রমণ রুখতে
বেস্ট কলকাতা নিউজ : কোভিড রুখতে এ বার কর্নাটক হাঁটল নাইট কার্ফুর পথেই৷শনিবার থেকে রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে বেঙ্গালুরু ও কর্নাটকের আরও ৬ টি শহরে৷ বৃহস্পতিবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পরই কর্নাটক সরকার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে৷ সে রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াইএস ইয়েদুরাপ্পা ঘোষণা করেছেন, নাইট কার্ফু জারি করা হচ্ছে বেঙ্গালুরু ছাড়াও মাইসুরু, মেঙ্গালুরু, কালবুর্গী, বিদার, টুমাকুরু ও উদুপি-মণিপালে ৷ আপাতত ২০ এপ্রিল পর্যন্ত নাইট কার্ফু থাকবে বলে তিনি জানিয়েছেন৷ তবে এর আওতার বাইরে রাখা হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বিক্রি ও সরবরাহকে৷
দেশের যে ১০ টি রাজ্যে মাত্রাতিরিক্ত হারে কোভিডের দৈনিক সংক্রমণ বাড়ছে,কর্নাটক তার মধ্যে অন্যতম ৷ তারা ছাড়াও এই তালিকায় রয়েছে মহারাষ্ট্র, ছত্তিসগঢ়, উত্তরপ্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, কেরালা ও পঞ্জাব ৷ গত কয়েকদিন ধরে রোজ কর্নাটকে দৈনিক সংক্রমণ থাকছে ৪০০০ -এর উপরেই৷