নিয়ম না মেনে ডাক্তারদের পদত্যাগের হিড়িক এ রাজ্যে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কোনো নিয়ম না মেনেই পদত্যাগ করছেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য-শিক্ষা পরিষেবার সাথে যুক্ত চিকিৎসক-অধ্যাপকরা। এর ফলে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনকি চিকিৎসা পরিষেবাও । এছাড়াও ব্যাপক ক্ষতির মুখে পড়ছে এমনকি ডাক্তারি পড়ুয়ারাও। এই মর্মেই স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে কড়া চিঠি পাঠানো হল রাজ্যের মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষ ও ডিরেক্টরদের কাছেও।

স্বাস্থ্য ভবন থেকে স্বাস্থ্য-শিক্ষা পরিষেবার অধিকর্তা দেবাশীষ ভট্টাচার্যের তরফে পাঠানো এই চিঠিতে জানানো হয়েছে, পদত্যাগ করার সঠিক নিয়ম না মেনেই মেডিক্যাল কলেজের চিকিৎসক-অধ্যাপকরা পদত্যাগপত্র জমা দিচ্ছেন । অধ্যক্ষ ও ডিরেক্টরের কাছে, এমনকি সরাসরি তারা পদত্যাগপত্র জমা করছেন স্বাস্থ্য ভবনেও।পদত্যাগপত্র জমা করার পর থেকে অনেকে কাজে আসাও বন্ধ করছেন। স্বাস্থ্য ভবন সূত্রে খবর এই প্রক্রিয়া বন্ধ করতেই প্রতিটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও ডিরেক্টরের কাছে এই চিঠি পাঠানো হল বলেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *