এবার ভারতে হাজির চিনের ভাইরাস ! তড়িঘড়ি ব্যবস্থা নিতে চলেছে রাজ্য স্বাস্থ্য ভবন
বেস্ট কলকাতা নিউজ : উদ্বেগ বাড়িয়ে এবার ভারতে সন্ধান মিলল HMPV (হিউম্যান মেটা নিউমো ভাইরাস) আক্রান্তের খোঁজ। বেঙ্গালুরুর হাসপাতালে চিকিৎসাধীন এক আট মাসের শিশুর শরীরে ধরা পড়েছে ওই ভাইরাস। তবে ভাইরাসের কোন স্ট্রেন ধরা পড়েছে, তা এখনও স্পষ্ট নয়। চিনে ইতিমধ্যেই এই ভাইরাসের প্রকোপ শুরু হয়েছে। বহু মানুষ আক্রান্ত সংক্রামক এই ভাইরাসে। তবে ভারতে ভাইরাসের খোঁজ মেলায় নতুন করে বেড়েছে উদ্বেগ। করোনা পরিস্থিতি দেখতে হবে না তো আবার? সতর্ক হল রাজ্য স্বাস্থ্য দফতরও।
ভারতে আপাতত খুব বেশি আশঙ্কা নেই বলে জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশের অন্যান্য রাজ্যকেও কেন্দ্রের তরফ থেকে কোনও অ্যাডভাইজরি দেওয়া হয়নি। ফলে আপাতত নজরদারিই চালাতে হচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতরকে। কোনও লিখিত অ্যাডভাইজরি জারির পথে হাঁটছে না রাজ্য স্বাস্থ্য দফতরও। মূলত দু’টি বিষয়ের উপরে সরকারি হাসপাতালের চিকিৎসকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য ভবন। এক, HMPV আক্রান্তের অস্বাভাবিক সংখ্যাবৃদ্ধি হয়েছে কি না, দুই, এইচএমপিভি আক্রান্তের উপসর্গ, অসুস্থতার মধ্যে বিগত বছরের তুলনায় কোনও নতুন অস্বাভাবিকতা দেখা যাচ্ছে কি না।
স্বাস্থ্য ভবনের আধিকারিকদের একাংশের বক্তব্য, চিনে এইচএমপিভি-র প্রকোপের মূলে কোনও স্ট্রেন দায়ী সে বিষয়ে কোনও তথ্য নেই। এই পরিস্থিতিতে আক্রান্তের নমুনা সংগ্রহ করে স্ট্রেন পরীক্ষা করা হলেও সেটি চিন থেকে আমদানি হয়েছে কি না তা বোঝার উপায় নেই। তাই দুই মাপকাঠিতে নজরদারির মধ্যেই আপাতত সীমাবদ্ধ থাকছে স্বাস্থ্য ভবন। তবে ভবিষ্যতে যাতে কোনও বড় আকার ধারণ না করে, সেদিকে নজর রাখছেন রাজ্যের স্বাস্থ্যকর্তারা।