এবার মার্কিন যুদ্ধ বিমান পশ্চিম মেদিনীপুরের আকাশে, যৌথ মহড়া চলল ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমানের সঙ্গে
বেস্ট কলকাতা নিউজ : এবার মার্কিন যুদ্ধ বিমান উড়ল বাংলার আকাশে। এমনকি যৌথ মহড়াও চলল ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমানের সঙ্গে। এদিন পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্দা বায়ুসেনা ঘাঁটিতে একাধিক মার্কিন ও ভারতীয় যুদ্ধবিমানকে একযোগ মহড়া করতে দেখা গেল ‘কোপ ইন্ডিয়া ২০২৩’ উপলক্ষে । ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে এদিনের মহড়ায় হাজির ছিল তেজস, রাফায়েল, জাগুয়ার, এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান । সেখানে আমেরিকার তরফে আকাশে ঝড় তোলে এফ-১৫ এর মতো শক্তিশালী যুদ্ধবিমান ।এমনটাই খবর সংবাদসংস্থা পিটিআই সূত্রে । অন্যদিকে ১০ এপ্রিল থেকে আবার ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের মহড়া হয়েছিল পশ্চিম বর্ধমানের পানাগড়ে। এই মহড়া চলে ১২ দিন ধরে ।