এবার মেট্রোয় নতুন প্রযুক্তি আসতে চলেছে কাউন্টারে ভিড় এড়াতে
বেস্ট কলকাতা নিউজ : মেট্রো রেল কর্তৃপক্ষ ধাপে ধাপে এগোচ্ছেন মেট্রোযাত্রায় টোকেনের ব্যবহার ছেঁটে ফেলার পথে । এ বার মেট্রো স্টেশনের স্বয়ংক্রিয় গেটে কিউআর কোড স্ক্যানার বসানোর কাজ শুরু হল যাত্রীদের কাউন্টারে আসার প্রয়োজন কমাতে। ইতিমধ্যেই ওই কাজ সম্পূর্ণ হয়েছে পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশনে। ধাপে ধাপে ওই যন্ত্র বসানো হবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত উত্তর-দক্ষিণ মেট্রোর সব স্টেশনের স্বয়ংক্রিয় গেটেই। একই ভাবে ওই যন্ত্র বসবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সব স্টেশনেও। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় এই নতুন প্রযুক্তির ব্যবহার প্রাথমিক ভাবে আগে শুরু হওয়ার কথা থাকলেও উত্তর-দক্ষিণ মেট্রোর যাত্রী-সংখ্যা এবং শহরের পরিবহণে তার গুরুত্বের কথা মাথায় রেখে সেখানেই প্রথম বসছে চলেছে এমন যন্ত্র। মেট্রো সূত্রের খবর, জোর তত্পরতা চলছে আগামী কয়েক মাসের মধ্যে এই প্রযুক্তি কার্যকর করতে।
কী ভাবে কাজ করবে কিউআর কোড স্ক্যানার? মেট্রো সূত্রে জানা গিয়েছে, পৃথক কিউআর কোড নির্দিষ্ট করা হচ্ছে প্রতিটি স্টেশনের জন্য। যে মোবাইল থেকে টিকিট কাটা হয়েছে, ওই কোড কাজ করবে একমাত্র সেই মোবাইল থেকেই। যে স্টেশন থেকে যাত্রী ট্রেনে উঠতে চান এবং যে স্টেশন পর্যন্ত যেতে চান, মোবাইলে মেট্রোর অ্যাপ থেকে ওই দুই স্টেশন বাছাই করার পরে তাঁকে নির্দিষ্ট ভাড়া মেটাতে হবে দূরত্ব অনুযায়ী। অনলাইনে সেই ভাড়া মেটানোর সঙ্গে সঙ্গে নির্দিষ্ট কিউআর কোড চলে আসবে সংশ্লিষ্ট যাত্রীর মোবাইলে। ওই কোড পাঠানো যাবে না অন্য কাউকে। পাশাপাশি, তা কার্যকর হবে নির্দিষ্ট স্টেশনেই। এর পরে যন্ত্র তা পড়ে নেবে নির্দিষ্ট স্টেশনে গিয়ে প্ল্যাটফর্মের প্রবেশপথে থাকা স্বয়ংক্রিয় গেটে নির্দিষ্ট স্ক্যানারের সামনে ওই কিউআর কোড ধরলেই। তখন গেট খুলে যাবে আপনা থেকেই। আবার,গন্তব্য স্টেশনে পৌঁছানোর পর গেট খুলে যাবে যখন যাত্রী ফের স্বয়ংক্রিয় গেটে নির্দিষ্ট জায়গায় কোড স্ক্যান করবে।