ফের কলকাতা হাইকোর্ট বাতিল করল আরও এক শিক্ষকের চাকরি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের চাকরি বাতিল হল আরও এক শিক্ষকের । কলকাতা হাই কোর্ট আরও এক শিক্ষকের চাকরি বাতিল করল বেআইনি নিয়োগের অভিযোগে। বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ, মধ্যশিক্ষা পর্ষদকে ওই শিক্ষকের চাকরি বাতিল করতে হবে বেআইনি ভাবে নিয়োগ করার জন্য। বুধবার ফের এই মামলার শুনানি রয়েছে।

চাকরি হারানো ওই শিক্ষকের নাম সিদ্দিক গাজি। তিনি নিয়োগ পেয়েছিলেন অঙ্কের শিক্ষক হিসেবে। তিনি চাকরি পেয়েছেন মেধাতালিকার ২৭৫ নম্বরে জায়গা পেয়েও। অথচ তাঁর বিরুদ্ধে মামলা করা মামলাকারীর জায়গা ছিল মেধাতালিকার ২০০ নম্বরে। তিনি চাকরি পাননি। আদালত প্রাথমিক ভাবে অভিযোগের সারবত্তা পেয়েছে। এরপরেই নির্দেশ দেওয়া হয় ওই শিক্ষকের চাকরি বাতিলের। এবার অনিয়মের অভিযোগ উঠল নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে। এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাতিল করেছিলেন মন্ত্রী-কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *