এবার সু খবর ডায়াবেটিস রোগীদের জন্য, ঝঞ্ঝাট শেষ রোজ ইনসুলিন নেওয়ার,আসছে নতুন ওষুধ
ভারতের ডায়াবেটিস রোগীদের জন্য ভালো খবর রয়েছে। শীঘ্রই প্রতিদিন ইনসুলিন নেওয়ার ঝামেলা থেকে তারা মুক্ত হতে চলেছেন। ইনসুলিন নির্মাতা নভো নরডিস্ক এক ধরনের নতুন ইনসুলিন চালু করার পরিকল্পনা করেছে। যা সপ্তাহে মাত্র একবার নিতে হবে। ডেনমার্ক ভিত্তিক এই কোম্পানি সপ্তাহে একবার ইনসুলিনের ডোজ নিয়ে ইতিমধ্যেই কাজ করছে। মনে করা হচ্ছে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে এটি ভারতীয় বাজারে পাওয়া যাবে। ভারতের প্রায় ৭.৭ কোটিরও বেশি ডায়াবেটিস রুগী রয়েছেন। যাদের কাছে এই নতুন ইনসুলাইন গেম চেঞ্জার হতে পারে। ভারতীয় রোগীদের জন্য এই ওষুধের যুক্তিসঙ্গত মূল্যের প্রশ্নে জানানো হয়, মানুষের ইনসুলিনের চিকিৎসার খরচ রাস্তার ধারের এক কাপ কফির থেকেও কম।