এরাজ্যেও বাজার বাড়াতে দুধ পরিবহণের ভাবনা রেলের মাধ্যমে
বেস্ট কলকাতা নিউজ : একরকম বেহাল দশা এ রাজ্যের দুগ্ধ সমবায়গুলির। বাজারে বেশ চাহিদা থাকলেও সময়মত তা সরবরাহ করা যাচ্ছে না সময়মত ফলে প্রতিদিনই দেখা যায় প্রচুর পরিমাণে দুধ নষ্ট হতে। এই পরিস্থিতিতে আরও ভাবা হচ্ছে বাংলার দূরবর্তী জেলার দুধচাষিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে সেটা রেলের মাধ্যমে অন্যত্র সরবরাহ করার জন্যও। তেমন প্রস্তাব এলে রেল এ ব্যাপারটা ভেবে দেখবে বলে, এমন এক প্রতিবেদন বের হয়েছে একটি জনপ্রিয় বাংলা দৈনিকে। ইতিমধ্যে কেবলমাত্র দুধ পরিবহণের জন্য অন্ধ্র থেকে দিল্লি পর্যন্ত বিশেষ ট্রেন চালু করেছে দক্ষিণ মধ্য রেল। যা পরিচিত ‘দুধ দুরন্ত স্পেশাল ট্রেন’ বলেও। ওই প্রতিবেদনটি আরও জানিয়েছে এবার বাংলার দুধ উত্পাদকরা আগ্রহী হলে তখন হাওড়া এবং শিয়ালদহতেও এমন ট্রেন চালু হতে পারে বলেও।
প্রসঙ্গত, কলকাতা বা তার আশপাশের কিছু জেলার উত্পাদকরা দুধের সঠিক মূল্য পেলেও উপযুক্ত দাম পান না দূরের জেলার বেশিরভাগ দুধচাষিরাই। আবার এও দেখা যায় নির্দিষ্ট সংস্থায় দুধ সরবরাহ করা হয় না নির্দিষ্ট সময়ের মধ্যেও । প্রতিদিন হাজার হাজার লিটার দুধ নষ্ট হয়ে থাকে সময়মতো দুধ সরবরাহ না করতে পারায়। এমন অবস্থায় যদি দুগ্ধ পরিবহণের জন্য ট্রেনকে ব্যবহার করা যায় তাহলে মনে করা হচ্ছে এই শিল্পে সুদিন আসবে বলেও।