‘বাঙালির বঞ্চনা চাকরির ক্ষেত্রে ’, প্রতিবাদ জানিয়ে বাংলাপক্ষের অভিযান বিদ‍্যুৎভবনে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বাংলাপক্ষ আগেই জানিয়েছিল যে তারা প্রতিবাদ আন্দোলনে নামবে বিদ্যুৎভবনে বাঙালির চাকরির বঞ্চনার বিরুদ্ধে। এমনকি তারা দফতরে চিঠিও দিয়েছিল এই মর্মে। বাংলাপক্ষ সংগঠনের পক্ষে জানানো হয়েছে, এবার তারা পথে নেমেই প্রতিবাদ জানাবে চাকরিতে বাঙালি বঞ্চনার বিরুদ্ধ। তারা এও জানিয়েছে ‘রাজ‍্য বিদ‍্যুৎ বন্টন সংস্থায় (WBSEDCL) প্রাথী নিয়োগ করা হয়েছে অ্যাসিস্ট‍্যান্ট ইঞ্জিনিয়ার পদে। আমরাও বেশ ক্ষুব্ধ এমনকি অতি উচ্চ বেতনের এই গুরুত্বপূর্ণ পদের চূড়ান্ত নিয়োগ তালিকা দেখেও। ১৫ জনের চূড়ান্ত তালিকায় এমনকি দেখা যাচ্ছে বাঙালি মাত্র ৩ জন। অথচ বাংলায় ৮৬% মানুষ বাঙালি, রাজ্য তৈরি বাংলা ভাষার ভিত্তিতেই।’

বাংলা পক্ষের আরো প্রশ্ন , ‘ উপযুক্ত ইঞ্জিনিয়ারের কি এতোই আকাল বাংলায় যে রাজ‍্য বিদ‍্যুৎ বন্টন সংস্থাতে অন‍্যরাজ‍্যের অধিবাসীর সংখ‍্যা বেশী হয় রাজ‍্যের ছেলেমেয়েদের থেকে ? আমরা এও জানি যে কি সংখ‍্যায় ইঞ্জিনিরায়িং পড়ে বাঙালি মেধা। রাজ‍্যে যাদবপুরের মতো রাষ্ট্রের প্রথম সারির ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এছাড়াও রয়েছে আরও বেশকিছু উন্নতমানের সরকারি ও বেস‍রকারি ইঞ্জিনিয়ারিং কলেজও। এখান থেকে যথেষ্ট সংখ‍্যক ছাত্রছাত্রী ‘GATE’ পরীক্ষাতে ভালো ফল করে। তাহলে কি কোন মূল‍্য নেই এদের যোগ‍্যতার?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *