এলাকার মানুষের কাছে কবুতর নামে পরিচিত জলপাইগুড়ির কচুয়া বোয়ালমারীর বাসিন্দা রঞ্জিত সরকার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

জলপাইগুড়ি : এলাকার মানুষের কাছে কবুতর নামেই বেশি পরিচিত তিনি। কেউ আবার জারসি বলে‌ও সম্বোধন করেন। তবে এই নাম‌গুলো‌তে রেগে না গিয়ে বরং বেশ উপভোগ করেন তিনি। মূলত পায়রা পোষেন বলে‌ই গ্রামের মানুষের কাছে কবুতর হিসেবে পরিচিত পাখিপ্রেমি রঞ্জিত সরকার।

জলপাইগুড়ি সদর ব্লকের বাংলাদেশ সীমান্ত‌বর্তী কচুয়া বোয়ালমারী এলাকার বাসিন্দা রঞ্জিত সরকার দীর্ঘ ৩৬ বছর ধরে পায়রা পোষেন। সীমান্ত‌বর্তী এলাকায় থাকার জন্য অনেক সময়ই তাঁর দু-একটি পায়রা বাংলাদেশে উড়ে চলে যায়। তবে কিছুদিন পর ফের নিজের ঘরে ফিরে আসে তারা। রঞ্জিত জানান, ১৯৮৭ সাল থেকে শতাধিক গিরিবাজ পায়রা পুষছেন তিনি। এজন্য এলাকার মানুষ তাকে কবুতর নামে সম্বোধন করে।

বর্তমানে তাঁর সংগ্রহে প্রায় ষাটটি পায়রা রয়েছে। প্রতীক চিহ্ন হিসেবে প্রতিটি পায়রার পায়ে বেল্ট লাগানো রয়েছে। কোথাও হারিয়ে গেলে সহজেই খুঁজে বের করতে সুবিধে হয় তাদের। রঞ্জিত বলেন, তার পায়রাগুলো কখনও কখনও সিকিম, ভুটান, নেপাল, বাংলাদেশ ও অসম সহ বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যায়। বিভিন্ন পাহাড়ি এলাকাতেও যায় তারা। তবে কিছুদিনের মধ্যেই ফের নিজের ঘরে ফিরে চলে আসে। তাই যতদিন বেঁচে থাকবো তাদের নিয়েই বাঁচতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *