তৃণমূল বিধায়কের তিরঙ্গা পতাকা উত্তোলন সিপিএম পার্টি অফিসে ঢুকে, পাণ্ডবেশ্বরে নজরে এলো এক সৌজন্যের ছবি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্যে বিরোধী দল সিপিএম শাসকদল তৃণমূলের বিরুদ্ধে পথে নেমেছে নিয়োগ দুর্নীতি থেকে কয়লা, গরু পাচারের অভিযোগে। যখন শাসকদলের নেতা-মন্ত্রীরা প্রাক্তন শাসক দলের নেতা-কর্মীদের লাগাতার আক্রমণের নিশানা। তখন এক ভিন্ন ছবি দেখা গেল আসানসোলের পাণ্ডবেশ্বরে । যাকে এমনকি বলা যায় সৌজন্যের নজিরও। তৃণমূল বিধায়ক জাতীয় পতাকা তুললেন সিপিএম পার্টি অফিসে।

জানা গিয়েছে, সোমবার সকালে নরেন্দ্রনাথ চক্রবর্তী নবগ্রামে সিপিএমের শাখা দফতরে গিয়ে তিরঙ্গা উত্তোলন করেন। পাণ্ডবেশ্বরের বিধায়ক এদিন যাচ্ছিলেন ওই পার্টি অফিসের পাশ দিয়ে। তখন তাঁকে সিপিএম কর্মীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় ডাকেন । বিধায়ক তখন বেরিয়েছিলেন স্বাধীনতা দিবস উপলক্ষে তিরঙ্গা মিছিলে । তাঁর গাড়ি দাঁড় করিয়ে সিপিএম কর্মীরা জাতীয় পতাকা উত্তোলনের আমন্ত্রণ জানান। এর পর পার্টি অফিসের সামনে নরেন্দ্রনাথ তিরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *