এলোপাথাড়ি হামলা পুলিশকে লক্ষ্য করে, গুলি চালানোর মারাত্মক অভিযোগ, ধুন্ধুমার হল মানিকচক
বেস্ট কলকাতা নিউজ : পথ অবরোধ তুলতে গিয়ে দফায় দফায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার মানিকচক থানার এনায়েতপুর এলাকায়। পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুর করার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি চালাত হয় পুলিশকে । এই ঘটনায় গুলি বিদ্ধ হয় দুই যুবকও । এমনকি বিক্ষোভকারীদের পাল্টা ধাওয়ায় পুলিশকে একটি বাড়িতে আশ্রয় নিয়ে থাকতে হয়। পরে মানিকচক থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে ঘটনাস্থলে ব্যাপক লাঠিচার্জ করে । ফাটানো হয় বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের হামলায় মাথা ফাঁটে মানিকচক থানার আইসি পার্থ প্রতিম হালদারেরও । তাকে চিকিৎসার জন্য মালদার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। এছাড়াও আরো দুইজন পুলিশ কর্মীও বিক্ষোভকারীদের হামলায় জখম হয়। গুলিও লাগে দুইজনেরই পায়ে। পাশাপাশি গুলিবিদ্ধ দুই যুবককেও ভর্তি করানো হয় মালদা মেডিকেল কলেজে।
কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় সংশ্লিষ্ট থানার পুলিশ। পরে মালদা জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী, কমব্যাট ফোর্স ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় । এরপরই ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।